১৮ মাসে ৩৫০ দক্ষ চালক তৈরি হয়েছে শাহ্ এমদাদীয়া ড্রাইভিং স্কুলে

Passenger Voice    |    ০৬:০৯ পিএম, ২০২৪-০১-২০


১৮ মাসে ৩৫০ দক্ষ চালক তৈরি হয়েছে শাহ্ এমদাদীয়া ড্রাইভিং স্কুলে

২০ জানুয়ারী শনিবার, চট্টগ্রাম :

দেশে দক্ষ চালক তৈরির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ নিবন্ধিত শাহ্ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল গত ১৮ মাসে ৩৫০ জন প্রশিক্ষিত দক্ষ চালক তৈরি করেছেন বলে জানিয়েছেন শাহ্ এমদাদীয়া স্বনির্ভরতা কল্যাণ সংস্থার চেয়ারম্যান আওলাদে রাসুল নায়েবে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী(ম.)। 

আজ ২০ জানুয়ারি শনিবার বিকেলে মাইজভান্ডার দরবার শরীফের শাহ্ এমদাদীয়া সম্মেলন কক্ষে ড্রাইভিং ট্রেনিং স্কুলের ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

নায়েবে সাজ্জাদানশীনে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী বলেন, দেশে আত্মনির্ভরশীল, দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির জন্য ২০২২ সালে শাহ্ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করে গাউছুল আজম মাইজভান্ডারী শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডার (ম.)। দেশের বেকার সমস্যা দূরীকরণে,  ও প্রবাসে দক্ষ জনবল রপ্তানি করে দেশের অর্থনীতিতে শক্তিশালী ভুমিকা পালন করবে ড্রাইভিং প্রশিক্ষণ। খুব অল্প সময়ে বিআরটিএর নিবন্ধিত মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর দ্বারা ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।  

এইসময় আরো উপস্থিত ছিলেন,  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  অংসুই প্রু চৌধুরী,  কাউখালী উপজেলা চেয়ারম্যান মো: সামশু দোহা চৌধুরী,  আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের দারুত তালিম এর প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,  জনসংযোগ ও প্রচার সম্পাদক মোশাররফ হোসেন,  মেজবাউল আলম শৈবাল, রফিকুল ইসলাম,  সেলিম উদ্দিন,  ড্রাইভিং স্কুলের পরিচালক সামসুদ্দীন চৌধুরী,  সহকারী পরিচালক নুর উদ্দিন চৌধুরী প্রমুখ।

শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল এর ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী সনদ বিতরন অনুষ্ঠান ১০ মাঘ, ২৪ জানুয়ারি ২০২৪ গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এঁর ১১৮তম পিবত্র ওরশ শরীফ উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচীর ৬ষ্ট দিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি